ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর বকশীগঞ্জ উপজেলা নিলক্ষিয়া গোমেরচর গ্রামে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালে এ বিয়ে বন্ধ করে দেন নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
জানা যায়, গোমেরচর গ্রামের টেংঙ্গু মিয়ার নাবিকা মেয়ে সুজের সাথে পার্শ্ববর্তি শ্রীবর্দী উপজেলার হানিফ মিয়ার ছেলে নূর আমিনের সঙ্গে বুধবার বিয়ের দিন ধার্য্য করা হয়। বিয়ে উপলক্ষে বাড়িতে বিয়ের সকল আয়োজন করা হয়।
বাল্যবিয়ের এ খবরটি নাম পরিচয় গোপন রেখে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালতের পরিচালনায় ও স্থানীয় থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া ও সঙ্গিয় ফোর্স সঙ্গে নিয়ে বিয়ের আসরে এসে বাল্য বিয়ের সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেন। বর ও কনের পক্ষে তাদের অভিভাবকরা বিয়ে না দিতেও মুচলেকা দেন এবং দুই পক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
পরে ছেলে ও মেয়ে উভয়ের বয়স-ই কম হওয়ায় ছেলে পক্ষকে ১৫,০০০/- টাকা ও মেয়ে পক্ষকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া, মহিলা বিষয়ক সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এছাড়া বর ও কণে পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।