শিরোনাম

South east bank ad

পদ্মায় চলছেনা ফেরি, বেড়েছে লঞ্চে যাত্রী

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কাইসার সমীর, (মুন্সিগঞ্জ) :

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে অনিদিষ্টকালের জন্য শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।গতকাল বুধবার (১৮ আগস্ট) বেলা ২ টা থেকে (১৯ আগস্ট) বৃহস্পতিবার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ আছে। নদীতে দূর্ঘটনা এড়ানো ও পদ্মা সেতুর নিরাপত্তার জন্য ফেরি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।এদিকে ফেরি বন্ধে থাকায় সকাল থেকে লঞ্চে বেড়েছে যাত্রীদের চাপ। অন্যদিকে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষা অর্ধশতাধিক পণ্যবাহী গাড়ি রয়েছে। তবে দীর্ঘ অপেক্ষায় ঘাটে আসা ব্যাক্তিগত গাড়ি ঘাট থেকে আবারো ফেরত চলে গিয়েছে।

শিমুলিয়া ৩টি ফেরি ঘাটে ৮টি ফেরি নোঙর করা আছে। তবে ঘাটে যানবাহন ও যাত্রীদের উপস্থিতি অনেকটাই ফাঁকা। নৌরুটে ৮৬টি লঞ্চ সচল রয়েছে। ফেরি বন্ধে যাত্রীদের উপস্থিতি বেড়েছে লঞ্চে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের মেরি জানান, নদীতে এখনো তীব্র স্রোত রয়েছে। স্রোত উপেক্ষা করে ফেরি চলাচল করা সম্ভব নয়। তাই দূর্ঘটনা এড়াতে নৌরুটের ১৩টি ফেরি দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। এছাড়া ৪টি রো রো ফেরি অন্য নৌরুটে স্থানান্তর করা হয়েছে। ২টি নতুন মিডিয়াম ফেরি এরুটে সংযুক্ত করা হয়েছে। স্রোতের তীব্রতা কমলে ফেরি চালনোর প্রস্তুতি রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: