ত্রিশালে ওয়াকার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও নারী মুক্তি সংসদের উদ্যোগে আলোচনা সভা, শোভা যাত্রা ও মানববন্ধনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় মঙ্গলবার (১৭ আগষ্ট)।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি কৃষিবিদ নিতাই চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী এবং মূল বক্তব্য উপস্থাপন করেন, ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট কবি সাব্বির রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি নারী নেত্রী কল্পনা মোদক, দৈনিক বিশ্বের মুখপাত্র পত্রিকার সম্পাদক এনবিএম ইব্রাহিম খলিল (রহিম), ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাবু আশুতোষ কর্মকার, শুভেন্দু পন্ডিত প্রমুখ। আলোচনা সভায় ত্রিশালের নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, ১,২.৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা খাতুন মিনা, উপজেলা নারী মুক্তি সংসদের সভাপতি গায়েত্রী রানী তালুকদার, সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সম্পাদক মন্ডলীর সদস্য শম্পা রায় ও সংগীত শিক্ষিকা গীতা রানী রায় প্রমুখ। সভা শেষে ত্রিশাল পৌরশহরে একটি শোভা যাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।