রাস্তায় ধান গাছ লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের একটি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ও কর্দমাক্ত হয়ে পড়ে আছে।রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায়।
বুধবার (১৮ আগষ্ট) সকালে জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের নানু মিয়ার বাড়ি হতে কামাল মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটির অনেকদিন ধরে বেহাল দশায় পরিণত হতে পড়ে আছে।দীর্ঘদিন ধরে এমন জরাজীর্ণ রাস্তা দিয়ে কষ্ট করে চলাচল করছে গ্রামের হাজার হাজার মানুষ।প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামের বাসিন্দারা।
রাস্তাটি বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যাতায়াত করতে অসুবিধায় পড়তে হচ্ছে। অসুস্থ রোগী কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে নিতেও হিমশিম খেতে হয় গ্রামবাসীদের।দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি কে একাধিকবার বলেও রাস্তাটি সংস্কারে কোন প্রতিকার পাওয়ায় যায়নি বলে স্থানীয়রা জানায়।প্রতিবাদ স্বরূপ সেই রাস্তায় ধানের চারা রোপণ করেন গ্রামবাসী।এ নিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
ফরাস উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, রাস্তাটি নিয়ে অনেক প্রতিশ্রুতি শুনেছেন এলাকাবাসী।কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেয়নি কেউ।
মনির নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন এই রাস্তাদিয়ে আমরা মসজিদ সহ জেলা সদরে যাতায়াত করি। কেউ অসুস্থ হলে রোগী নিয়ে হাসপাতালে যেতে কষ্ট হয়।
রাস্তাটিকে মেরামতের বিষয়ে জানতে চাইলে জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ফোন কলে জানান, সন্তোষপুর রাস্তার গাইডওয়াল নির্মানের কাজ চলতেছে তাই একটু পানি জমে আছে।সামনে রাস্তার মেরামতের জন্য উদ্দোগ নেয়া হবে।