ফেসবুক সংগঠন ‘ছবির হাটে’র বর্ষপূর্তি পালিত
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ফেসবুকভিত্তিক জনপ্রিয় সংগঠন ‘ছবির হাটে’র প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের কেক কাটা, আলোচনা সভা ও প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ছবির হাটের প্রতিষ্ঠাতা চীফ এডমিন আবু কাউছার চৌধুরী রন্টি‘র সভাপতিত্বে ও সাংবাদিক শেখ বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম.নুরুল ইসলাম, ভাস্কর এম এ মাসুদ, প্রতিযোগী আব্দুল হান্নান জনি প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ছবির হাটের এডমিন আব্দুর রকিব, শফিকুল ইসলাম অপু, মাজারুল হক শুভ, জয়নাল আবেদীন ও মোডারেটরদের মাঝে উপস্থিত ছিলেন, আফসানা নুর কান্তা, সুমাইয়া খান সুপ্তী, আব্দুর সাফিন, ইফতেখার খান প্রতিক ও উষান ঋতু।