সিরিজ বোমা হামলা দিবস ও জাতীয় শোক দিবসের আলোচনা
এইচ এম জোবায়ের হোসাইন
সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ আগস্ট) ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন তাঁতীলীগ ও মহিলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ বিতরণী অনুষ্ঠান উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জননী গ্রুপের চোরম্যান মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও প্রবীণনেতা ফজলে রাব্বি।
উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এ,কে এম মাহবুবুল আলম পারভেজ, ইউপি সদস্য নয়ন মিয়া, নাজমুল হোসেন, আবুল হোসন রকি, উপজেলা তাঁতীলীগে সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু পরিচালনায় ইউনিয়ন তাতীলীগে আহবায়ক আঃ মালেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মালেক সামী, নাদিম মাহমুদ প্রমুখ।