শিরোনাম

South east bank ad

মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে দুই দিন পর মুক্ত

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই দিন ১১হাজার ভোল্টের তারে ঝুলে অবশেষে স্থানীয় এক পল্লী চিকিৎসক এর সহায়তায় পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এর হস্তক্ষেপে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক শালিক পাখি।

পল্লী চিকিৎসক মোঃ গিয়াস উদ্দিন জানান, ফুলবাড়িয়া জোনাল অফিসের আওতায় পল্লী বিদ্যুতের ২ নাম্বার ফিটারের আওতাধীন ইচাইল নতুন বাজারের টান্সফরমার সংলগ্ন তারে গতকাল সোমবার সকালে শালিক পাখিটি পায়ে সুতা পেঁচানো অবস্থায় আটকা পড়ে।

অনেকের চোখে পড়লেও কেউ পাখিটি উদ্ধারে কোন পদক্ষেপ নেননি। ২দিন আজ মঙ্গলবার অনাহরে পাখিটি অনেকটা শুকনো অবস্থায় ছিল। হঠাৎ কেউ একজন বলাবলি করছে পাখিটি ছাড়নোর উপায় কী? বিষয়টি স্থানীয় এক সাংবাদিক এর সাথে পরামর্শ করলে তিনি পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অনিতা বর্ধন এর সাথে যোগাযোগ করতে বলেন।

ডিজিএম পাখিটি উদ্ধারে আন্তরিক সহায়তার আশ্বাস দেন। কিছুক্ষণ পরে লাইন বন্ধ করে লাইনম্যানদের সহয়তাকারী ফারুক আহমেদ মাধ্যমে শালিক পাখিটি উদ্ধার হয় এবং উড়ে চল যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: