শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে অগ্রণী ব্যাংকের অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

মানবতার সেবায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে অগ্রণী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে কর্মকর্তা- কর্মচারীদের নিজশ্ব অর্থায়নে করোনা মোকাবেলায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন। এর আগে অগ্রণী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ সার্কেলের কর্মকর্তা –কর্মচারী সার্কেলের ৬ টি অঞ্চলের বিভিন্ন সরকারি হাসপাতাল-সহ স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অতি প্রয়োজনীয় অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

বিতরণকালে,অগ্রণী ব্যাংক লিমিটেড টাঙ্গাইলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে কনসেনট্রেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খন্দকার সাদিকুর রহমান এবং মানবতার অগ্রসেনানী অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহা-ব্যবস্থাপক এ.কে.এম. শামীম রেজা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আর.এম.ও শফিকুল ইসলাম সজীব। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, অগ্রণী ব্যাংক লিমিটেড, শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখার ব্যবস্থাপক প্রনয় কুমার দাস প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি টাঙ্গাইল অঞ্চলের সভাপতি মো.রাসেল মিয়া, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) নেতৃবৃন্দ, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট টাঙ্গাইল অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক, অগ্রণী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক এ.কে.এম. শামীম রেজা বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবেলাতেও বঙ্গবন্ধুর আদর্শ, জীবন ও কর্ম চর্চার মাধ্যমে উত্তরণের দিশা পাচ্ছি। যেকোন দুর্যোগে পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসাও বঙ্গবন্ধুর আর্দশের উত্তম অনুসরণ। জীবনের প্রতিটি কাজকর্মে বঙ্গবন্ধুর আর্দশের প্রতিফলন ঘটিয়ে আগামী প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধুর চেতনাকে মজবুত করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে উঠবে। পরিশেষে, এ ধরণের মানবিক কাজে অংশগ্রহণের জন্য ময়মনসিংহ সার্কেলের সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিবাদন জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: