ঝঁকিপূর্ণ ব্রিজ ভেঙ্গে খালে, নৌযান চলাচল ব্যহত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলা উপজেলায় রায়েন্দা-রাজৈর খালের ঝুঁকিপূর্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে নৌযান চলাচল ব্যহত হচ্ছে । (১৭ জুলাই) মঙ্গলবার মধ্য রাতে ব্রিজটি ভেঙ্গে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানাগেছে, রায়েন্দা ও খোন্তাকাটা দুই ইউনিয়নের লাখো মানুষের চলাচলের জন্য রায়েন্দা-রাজৈর খালে নির্মান করা প্রথম ব্রিজটি বেশ কয়েকবছর ধরেই ঝঁকিপূর্ণ ছিলো। তবুও মানুষ ব্রিজটি দিয়ে এপার ওপার পাড়াপাড় করে আসছিলো। গত বছর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ব্রিজটির দুইদিক থেকে আটকে দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দেয় এবং পাশেই আর একটি অস্থায়ী ব্রিজ নির্মান করেন। কিন্তু তার পরেও মানুষ ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি দিয়ে চলাচল করে আসছিলো। গত রাত আনুমানিক দুইটার দিকে ব্রিজটি ভেঙ্গে পড়ে তবে কেউ হতাহত হয়নি।
এখন এর পাশে যে অস্থায়ী ব্রিজটি রয়েছে সেটিও ঝঁকিপূর্ণ। কাঠ ও লোহার এঙ্গেল দিয়ে তৈরি করা ব্রিজটিতে একজন কি দু’জন মানুষ উঠলেই ব্রিজটি দুলতে থাকে। এটিও যে কোনো সময় একদিকে হেলে পড়তে পারে। তাই দুই ইউনিয়নের লাখো মানুষের দাবি রায়েন্দা-রাজৈর খাল পাড়াপাড়ের জন্য দ্রুত একটি স্থায়ী কংক্রিটের ঢালাই ব্রিজ নির্মান করা হোক।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, ব্রিজটি ঝঁকিপূর্ণ ছিলো তাই রাতে ভেঙ্গে পড়েছে। এব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি বিষয়টি তারা দেখেছেন। এখন যত দ্রুত সম্ভব ভাঙ্গা ব্রিজটি অপসারন করে নতুন ব্রিজ নির্মানের পদক্ষেপ নেয়া হবে যাতে এলাকার মানুষ ভোগান্তিতে না পড়ে।