শিরোনাম

South east bank ad

দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৫০০ ট্রাক

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের জন্য অপেক্ষা করছে শত শত যানবাহন। প্রবল স্রোত ফেরি চলাচল ব্যহত ও বাংলাবাজার-শিমুলিয়ায় রুটের গাড়ির চাপ এই রুটে চলে আসায় ভোগান্তি বেড়েছে দক্ষিণবঙ্গ থেকে আসা ট্রাকের চালক ও সহকারীদের। দূরপাল্লার যাত্রীবাহী বাস ঘাটে এসে কিছু সময় অপেক্ষা করার পর ফেরিতে উঠতে পারলেও পন্যবহী ট্রাক ও কাভার্ডভ্যান গুলোকে দীর্ঘ সময় ধরে ঘাটে সিরিয়ালে অপেক্ষা করতে হচ্ছে।দীর্ঘ সময় আটকে থাকায় তাদের ভোগান্তির শেষ নেই।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুল পর্যন্ত গাড়ীর লম্বা লাইন।এই লম্বা লাইনের দুই কিলোমিটার এলাকায় প্রায় দুইশরও বেশি গাড়ি আটকে আছে ফেরি পারের অপেক্ষায়। এর মধ্যে পন্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সংখ্যায় বেশি। দীর্ঘ সময় ধরে ঘাট এলাকায় আটকে থেকে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অন্যদিকে ফেরিঘাটের যানজট এড়াতে ঘাট থেকে ১৩.৫ কিলোমিটার পিছনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় প্রায় ৩০০ অপচনশীল পন্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। দীর্ঘ সময় ধরে ঘাট থেকে ১৩.৫ কিলোমিটার দূরে আটকে থেকে এইসব ট্রাকচালক ও সহকারীরা নানা ভোগান্তিতে পড়ছে। আশেপাশে খাবার হোটেল, টয়লেট না থাকায় বিপাকে পড়ছে এই সব ট্রাক চালকেরা।

নাম প্রকাশ না করার শর্তে গোয়ালন্দ মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বলেন, বাংলাবাজার-শিমুলিয়াতে পন্যবাহী ট্রাক পারাপারে নিষেধাজ্ঞা থাকায় ঐ রুটের সকল ট্রাক এই দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করছে। ফলে এই রুটে অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে।আমাদের উর্ধতন কতৃপক্ষের নির্দেশনায় ঘাট এলাকায় যানজট কমাতে অপচনশীল পন্যবাহী ট্রাক গুলোকে আমরা গোয়ালন্দ মোড়ে আটকে দিচ্ছি। আটকে থাকা ট্রাক গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তী ছেড়ে দেওয়া হবে।

কুষ্টিয়া থেকে মালামাল বোঝাই করে ঢাকার উদ্দেশে সোমবার রাতে রওনা করেন চালক মজিদ শেখ। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে মজিদ শেখ বলেন, সোমবার রাতে গোয়ালন্দ মোড় পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। রাত শেষে ভোরে মোড় থেকে পুলিশ ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে দিলেও ঘাটে লম্বা লাইনের কারণে তাঁদের আরও প্রায় ৪ ঘণ্টা আটকে থাকতে হয়। তাঁর সামনে আরও অন্তত অর্ধশত পণ্যবাহী গাড়ি আছে। সে হিসাবে ফেরিতে উঠতে তাঁকে আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে।

গোয়ালন্দ মোড়ে আটকে থাকা কুরিয়ার সার্ভিসের ট্রাক চালক মজিদ শেখ বলেন, মাল ডেলিভারি দিতে যাবো ঢাকায়। গতকাল রাতে চুয়াডাঙ্গা থেকে মাল নিয়ে রওনা হয়েছিলাম। পরে গোয়ালন্দ মোড়ে আসলে ট্রাফিক পুলিশ আটকে দেয়। এখনো গোয়ালন্দ মোড়েই আটকে আছি। শুনলাম ঘাটে চাপ পড়েছে গাড়ীর। তাই আমাদের এখানে আটকে রাখা হয়েছে। ঘাটে চাপ কমলে আমাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ সময় ধরে আটকে থাকায় আমাদের খাওয়া-দাওয়া, গোসল, টয়লেটের সমস্যা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ম্যানেজার জামাল হোসেন বলেন, প্রবল স্রোতে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় চাপ পড়েছে দৌলতদিয়া প্রান্তে। এই রুটে ২০ টি ফেরি থাকলেও বর্তমানে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: