গৌরীপুরের এক নারীর প্রবাসী স্বামী চৌদ্দ বছর ধরে নিখোঁজ
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে মোছাঃ তাসকিন আজাদ (৪৫) নামে এক নারীর আমেরিকা প্রবাসী স্বামী আব্দুল জব্বার ১৪ বছর ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এদিকে স্বামীর কোন সন্ধান না পেয়ে এক মাত্র ছেলেকে নিয়ে উদ্বেগ, উৎকন্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটছে এ নারীর।
তাসকিন আজাদ গৌরীপু উপজেলার পৌর শহরের নয়াপাড়া এলাকার একেএম আবুল কালাম আজাদের মেয়ে। অপরদিকে প্রবাসী স্বামী আব্দুল জব্বারের বাড়ি নেত্রকোণা জেলার বারহাট্রা থানার কৈলাটি গ্রামে।
তাসকিন আজাদ জানান, প্রায় ২৩ বছর পূর্বে আমেরিকা প্রবাসী আব্দুল জব্বারের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাকে তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে তার স্বামী পুনরায় আমেরিকা চলে যান। এদিকে দাম্পত্য জীবনে তাদের এক পুত্র সন্তান জন্মলাভ করে। এ সন্তানের নাম রাখা হয় তানভীর মাহতাব শুভন। আব্দুল জব্বার আমেরিকা যাওয়ার পর থেকে অদ্যবধি কোনদিন বাড়িতে আসেনি। আমেরিকা অবস্থানকালে ৯ বছর তিনি চিঠি ও ফোনে যোগাযোগ রক্ষা করলেও ১৪ বছর ধরে তাঁর কোন হদিস নেই।
তাসকিন বলেন, তার স্বামী আমেরিকায় অবস্থানের সঠিক ঠিকানা তাকে কোনদিন জানায়নি। শুধু বলেছেন তিনি ওই দেশে নিউইর্য়ক শহরে একটি ব্যবসার সাথে জড়িত আছেন। এর বেশি কিছু জানায়নি তিনি। ফোনে ও চিঠিতে একাধিকবার দেশে আসার আশ^াস দিয়েও আসেনি তিনি। এদিকে ১৪ বছর ধরে তার সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা করছেনা স্বামী আব্দুল জব্বার। সর্বশেষ তিন বছর আগে তার ভাসুর আব্দুর রহমান ও দেবর আব্দুস সাত্তারে সাথে ফোনে কথা হয় তার স্বামীর। এসময়ও তার সঠিক অবস্থান জানায়নি তিনি। এরপর তার স্বামীর সঙ্গে কথা বলার একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
তাসকিন আরও জানান, দীর্ঘবছর ধরে তার প্রবাসী স্বামীর সন্ধান না পেয়ে একমাত্র ছেলেকে নিয়ে বর্তমানে অনিশ্চয়তার মাঝে দিন কাটছে তার। তাই ভবিষ্যতে কথা চিন্তা করে তিনি বারহাট্রা থানায় একটি নিঁখোজ ডায়রী করেছেন। কেউ যদি তার স্বামীর সন্ধান পান তাহলে ০১৭০৩-০৪২২২২ এ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করেন তিনি।