মান্দায় ব্যক্তি উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার
আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :
নওগাঁর মান্দায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কার করে দেওয়া হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ লাঘবে ইতিমধ্যে বেশ কিছু কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে দুর্গত এলাকার মানুষদের মাঝে। ব্যক্তি উদ্যোগে এসব সংস্কার কাজ করছেন অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু। তিনি উপজেলার মৈনম ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের দেওয়ান এরশাদ আলী ছেলে।
স্থানীয়রা জানান, মৈনম ইউনিয়নের অনেক এলাকাজুড়ে রয়েছে গ্রামীণ কাঁচা সড়ক। বর্ষা মৌসুমে এসব কাঁচা সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ সময় এলাকার লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুর্ভোগ লাঘবে ইতিমধ্যে বিলদুবলা, পিররি, চাঁনপুর, কদমতলা পালপাড়া, কদমতলা মসজিদের রাস্তা, দুর্গাপুর, নলকুড়ি, দুর্গাপুর মংলাপাড়া, ভদ্রসেনা, রামপুর, মধ্য মৈনমসহ বেশ কিছু রাস্তা সংস্কার করে দেওয়া হয়েছে।
দুর্গাপুর মংলাপাড়া গ্রামের বাসিন্দা মিরাজুল ইসলাম বলেন, দুর্গাপুর পাকা রাস্তার মোড় থেকে মংলাপাড়া পর্যন্ত কাঁচা সড়কটির অধিকাংশ স্থানে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। এ সময় ভ্যান, ভটভটি চলাচল করায় কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি। একমাত্র রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হয় এলাকার লোকজনকে।
প্রাণিসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু বলেন, গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত ইউনিয়নের অলি-গলির বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এ সময় জনদুর্ভোগের চিত্রগুলো নজরে আসে। এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে ব্যক্তি উদ্যোগে রাস্তার সংস্কার করে দিচ্ছি। আগামীতে ইউনিয়নের অবশিষ্ট রাস্তাগুলো সংস্কার করে দেওয়া হবে।
মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা বলেন, ইউনিয়নে অনেক সমস্যা। সেই অনুপাতে বরাদ্দ অপ্রতুল। তাই সকল কাজ সম্পাদন করা সম্ভব হয় না। সুযোগ থাকায় অনেকেই ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সংস্কার কাজ করছেন।