শিরোনাম

South east bank ad

সিরিজ বোমা হামলার শিকার গফরগাঁওয়ের লোকমান শেখ ১৭বছর পর এখনও ভয়ে কেঁপে উঠেন

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, গফরগাঁও থেকেঃ

আজ ১৭ আগস্ট ২০২১ সাল।
২০০৫ সালে ঠিক সতেরো বছর আগে এই দিনে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাংঙ্গাব ইউনিয়নের দাওয়া দাইড় গ্রামের মৃত হানিফ শেখের ছেলে লোকমান শেখ(৯৩) বোমা হামলার কথা বলতে গিয়ে ভয়ে কেঁপে উঠেন।
সেদিন খুব ভোরে ঘুম থেকে উঠে একটি মামলায় উপস্থিত হওয়ার জন্য গফরগাঁও সদর থেকে ট্রেন ধরে ময়মনসিংহ জেলার আদালত পাড়ায় হাজির হোন লোকমান শেখ।
উকিলদের আসতে দেরি হচ্ছে দেখে চেম্বার থেকে বাহিরে বের হোন।
তখন ঘড়িতে ১১ টার কিছু বেশি সময়।
হঠাৎ বিকট শব্দে চারিদিক স্তব্ধতা নেমে আসে।
গাছে থাকা পাখিরা মুখথুবড়ে লুটিয়ে পড়ে মাটিতে।
লোকমান পড়ে থাকেন একটি চায়ের দোকানের সামনে।
তাঁর উপর দিয়ে আতংকিত মানুষেরা প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছিলো।লোকমান শেখ মাটি খামচে ধরে পড়ে থাকেন।
তিনি কোন ভাবে বেঁচে গেলেও বোমা বিস্ফোরণে তার চোখ দুটোর মারাত্মক ক্ষতি হয় ও একটি কান একেবারে নিস্ক্রিয় হয়ে যায়।আজ দুটি চোখে চিকিৎসার অভাবে কিছুই দেখেন না বলে জানান।
লোকমান বলেন,এরপর থেকে আজও শারিরীক সমস্যা নিয়ে ১৭ বছর অতিবাহিত করছি। আমার খোঁজ কেউ রাখেনি।আমাকে নিয়ে আমার পরিবার অসহায় দিন কাটাচ্ছে, কিন্তু আমি বেঁচে আছি কোনভাবে।আমার সাথে যা হয়েছে তা যেন এই দেশে কারো সাথে না হয়।যারা এমন তান্ডব চালিয়েছিলো এদের যেন বিচার হয়।কথা গুলো বলছিলেন ২০০৫ সালে ময়মনসিংহে সিরিজ বোমা হামলায় আহত গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের দাওয়া দাইড় গ্রামের লোকমান শেখ।
দেশের ৬৩ জেলার ৩৫০টি স্থানে একযোগে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। নারকীয় এ হামলার আজ ১৭ বছর ১৭ আগষ্ট২০২১ সাল ।
জানা যায়, জেএমবির বোমা হামলায় কেঁপে ওঠে ময়মনসিংহের অফিসপাড়া। ওই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জেলা আইনজীবী সমিতি, জেলা প্রশাসক অফিসের সামনের পুকুরপাড়, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অফিসের প্রবেশ ফটক, গাংগিনার পাড় পানির ট্যাঙ্কির পাশসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা হয়। এ ঘটনায় আইনজীবী সমিতির দোতলা থেকে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন অন্তত পাঁচজন।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পরদিন ১৮ আগস্ট বিস্ফোরকদ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি আলাদা মামলা করে পুলিশ। তিনটি মামলায় আসামি করা হয়েছিলো অন্তত ৫০ জনকে।
এর আগে জঙ্গিরা২০০২ সালের পহেলা মে নাটোরের একটি সিনেমা হলে একই বছর ৭ ডিসেম্বর ময়মনসিংহের অলকা, ছায়াবাণী, পূরবী ও অজন্তা সিনেমা হলে প্রায় একই সময়ে বোমা হামলা চালায়।এই হামলা ছিলো জঙ্গিদের পূর্ব সংকেত।সিনেমা হলে ঐ হামলায় ১৮ জন নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: