সুন্দর সমাজ গঠনে সু-শিক্ষার বিকল্প নেই : আলী আজম মুকুল এমপি
মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধি) :
ভোলার দৌলতখান উপজেলার নবগঠিত জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের (রেজিঃ- ১২১৯৯) পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুরে এমপি মুকুলের দৌলতখানের বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছাকালে এমপি মুকুল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতির মর্যদা ততো বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্মসম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, নবগঠিত উপজেলা জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মামুন আবদুস সালাম, সহসভাপতি জামাল উদ্দিন,রাসেল আলম, সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্মসম্পাদক বেল্লাল হোসেন, মাহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন ও দপ্তর সম্পাদক শাহা জাহান প্রমূখ।
সকাল ১১ টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। বর্তমান সরকারের উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরতে ও সাংগঠনিক শক্তি মজবুত করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। দুপুর ১২টায় উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এমপি মুকুল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাজাফুল হাছনাইন, সহ জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
দুপুর ১ টায় উপজেলা চত্বরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে অসহায় মানুষের মাঝে টিন ও নগদ অর্থ বিতরন করা হয়। ২৫ জনকে ৫৫ বান্ডিল টিন ও তিন হাজার টাকার চেক প্রদান করেন।
এমপি মুকুল বলেন, সরকার সব-সময় অসহায় মানুষের পাসে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিন রাত কাজ করছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনসার আলী সহ জনপ্রতিনিধিগণ ।