জাতীয় শোক দিবসে অসহায়রা পেল ফ্রি চিকিৎসাসেবা
শেখ সাঈদ আহামেদ সাবাব, (শেরপুর) :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, গরীব,অসহায় ও দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শেরপুর বেতমারী ইউনিয়নে গরীর অসহায় শিশুদেরকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলের মাধ্যমে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০জন অসহায়দের মাঝে চিকিৎসা এবং ওষুধ প্রদান করেন গরীবের ডাক্তার খ্যাত ডাক্তার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি। চিকিৎসা সেবার পাশাপাশি করোনাকালীন সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেককে মাস্ক ও একটি করে সাবান প্রদান করেন ডাঃ অমি।
এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: শারমিন রহমান অমি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, গরীব, অসহায় ও দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা সেবার পাশাপাশি হাত ধোয়ার জন্য আমার নিজের তহবিল থেকে একটি করে সাবান ও মাস্ক বিতরণ করছি। আর করোনা সম্পর্কে সবাইকে সচেতন করছি।
এসময় উপস্থিত ছিলেন, বেতমারী ঘুঘুরাকান্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মজু,পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল মমিনসহ আরও অনেকে।