মুকসুদপুরে জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল
মেহের মামুন, (গোপালগঞ্জ ) :
সারাদেশের মতো এবারো মুকসুদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। স্কুল, মাদ্রাসায় কোরানখানি আলোচনা সভা ইত্যাদি কর্মসুচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। অগ্রণী ব্যাংক পরিচালক খন্দকার মনজুরুল হক লাভলুর আয়োজনে উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক সঞ্জয় বাড়ৈ, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জনি প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ত্বত্তাবধান করেন উপজেলা যুবলীগ নেতা দুলাল শিকদার।