পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মুয়াজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ আগষ্ট) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোলাবদিগছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুয়াজ ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী জানান, সকালে খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর, পুকুর থেকে উদ্ধার করে ভজনপুর বাজারের ডা. আবুল বাসার এর চেম্বারে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবু সায়েম মিয়া পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে।