ইতিহাসে নেই রাষ্ট্র প্রধানকে হত্যা করা : জোয়াহেরুল ইসলাম এমপি
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
বিশ্বের কোন ইতিহাসে নেই যে রাষ্ট্র প্রধানকে হত্যা করা হয়। স্বাধীন দেশের বাঙালির হাতেই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে এটা অত্যন্ত কলঙ্কের। রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনার আয়োজন করা হয়।
জোয়াহেরুল ইসলাম বলেন, ১৯৫২, ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭০ সহ বিভিন্ন আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছে। তারপরও আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হননি। সে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে জীবন দিতে হয়েছে
তিনি আরো বলেন, বর্তমানে যারা সরকারের উন্নয়ন ও টিকা নিয়ে সমালোচনা করেন। সুস্পষ্ট তথ্য ছাড়া মন্তব্য করবেন না। আওয়ামী লীগসহ সহযোগি অঙ্গ সংগঠনের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে। যারা সমালোচনা করেন তারা কিন্তু দেশের মানুষের জন্য তেমন কিছুই করেননি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
পরে রচনা, আবৃতি, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।