শিরোনাম

South east bank ad

শোক দিবসে বেকার যুবক-যুবনারীদের ঋণ বিতরণ

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) ময়মনসিংহের গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবনারীদের মাঝে প্রায় ৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা পাবলিক হলে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ জানান, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় ১২ জন বেকার যুবক-যুবনারীদের মাঝে ৪ লাখ ৯০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ৫% সার্ভিস চার্জে দুই বছর মেয়াদী এ ঋণ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে উপকারভোগীদের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: