শিরোনাম

South east bank ad

ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৫, আহত-২০

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে দাড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাকে যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ৫জন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহয়তায় হতাহতদের উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর বড় পুকুর নামকস্থানে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর বড় পুকুরপাড় নামকস্থানে শনিবার বিকাল থেকে সড়কের মাঝে নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট বোঝাই একটি ট্রাক দাড়িয়ে থাকে। রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহণ নামের একটি যাত্রীবাহি বাস বেপড়–য়া গতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পাঁচজন নিহত হয়। এ ঘটনায় আরো অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ১০/১২ জনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় দুইঘন্টা যানচলাচল বন্ধ থাকলেও রাত সাড়ে ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক করে ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং নিহত ও আহতদের উদ্ধার করে।

পাঁচজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: