শিরোনাম

South east bank ad

স্কুলের ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে প্রাণহানির শঙ্কা

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হলেও এ ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এদিকে এই ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পালন করা হচ্ছে গবাদি পশু। খেলা করে থাকে কোমলমতি শিশুরা। যেকোন সময় ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে গিয়ে মুল্যবান প্রাণহানি ঘটতে পারে।

সরজমিনে দেখা গেছে, স্থানীয় জনৈক ব্যক্তি বিদ্যালয়ের এই পরিত্যক্ত ভবনটিতে লালনপালন করছেন গরু, ছাগল, ও হাসঁ-মুরগী। বিদ্যালয়ের আশপাশের কোমলমতি শিশুরা প্রতিনিয়ত খেলা করে থাকে এ ঝুঁকিপূর্ণ ভবনটিতে। পাশের দু'তলা নতুন ভবনের বারান্দায় জমে আছে ছাগল আর হাঁস মুরগীর বিষ্ঠা। চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ। এছাড়া সরকারের উন্নয়ন তহবিল ও স্লিপের বরাদ্দকৃত টাকায় উন্নয়ন কাজের কোন নির্দশন দেখা যায়নি এ স্কুলে।

ভোলার আলগী গ্রামের রোবেল মিয়া জানান, স্কুলের পুরনো ভবনটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত হয়ে আছে। বার বার অনুরোধ করছি ভবনটি ভাঙ্গার জন্য। শিশুরা এখানে প্রতিদিন খেলাধুলা করে। এসময় ভয়ে থাকতে হয় কখন কি দূর্ঘটনা ঘটে যায়।

একই গ্রামের শামছুল হক জানান, শিক্ষকরা কেউ স্কুলে আসেন না। লোকজন এখানে গরু ছাগল রাখে। এলাকার শিশুরা ভাঙ্গা ভবনে খেলতে আসে, এটা অপসারণ করা খুব জরুরী।

ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মফিজুর নূর খোকা সাংবাদিকদের জানান, বিদ্যালয়ের এই পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনটিতে দূর্ঘটনার আশংকা রয়েছে। জরুরী ভিত্তিতে ভবনটি অপসারনের দাবি করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সাংবাদিকদের জানান, পুরনো ভবনটি দরপত্রের মাধ্যমে বিক্রির জন্য উপজেলা শিক্ষা অফিসে আবেদন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন সাংবাদিকদের জানান, ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনটি পরিদর্শন করেছি। ভবনটি ভাঙ্গার জন্য ইস্টিমিট করতে গৌরীপুর এলজিআরডি প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে।

গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ আব্দুল ওয়াহেদ সাংবাদিকদের জানান, শিক্ষা অফিসের এ ধরণের কোন আবেদনের কথা মনে পড়ছে না। তবুও খোঁজ খবর নিয়ে দেখছি বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: