মার্কিন সংস্থার প্রতিবেদনে এ বছরের জুলাই মাস ছিল পৃথিবীর ‘উষ্ণতম মাস’
পৃথিবীর ‘উষ্ণতম মাস’ হিসেবে গত জুলাই মাসকে আখ্যায়িত করেছে বিজ্ঞান বিষয়ক একটি মার্কিন সরকারি সংস্থা। সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
গত ১৪২ বছর ধরে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ করে আসছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)।
সংস্থাটি জানিয়েছে, বিশ শতকের প্রতিটি মাসে ভূমি ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত গড় তাপমাত্রা ছিল ৬০. ৪ ডিগ্রি ফারেনহাইট। আর, গত মাসের সমন্বিত তাপমাত্রা এর চেয়ে ১.৬৮ ডিগ্রি ফারেনহাইট বেশি ছিল।
দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০১৬ সালের জুলাই মাসে। ২০১৯ ও ২০২০ সালের জুলাই মাসেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
বিশেষজ্ঞেরা বলছেন, এ উষ্ণতা বাড়ার নেপথ্যে কাজ করছে জলবায়ু পরিবর্তন।
এনওএএ প্রশাসক রিক স্পিনর্যাড এক বিবৃতিতে বলেন, ‘এই তালিকায় প্রথম হওয়া মানে সবচেয়ে পিছিয়ে যাওয়া।’
রিক স্পিনর্যাড জানান, জুলাই সাধারণত পৃথিবীর উষ্ণতম মাস। কিন্তু, এ বছরের জুলাই মাসটি ১৮৮০ সাল থেকে এনওএএ রেকর্ড রাখার শুরু থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ মাসের মধ্যে উষ্ণতম ছিল।