ফুলবাড়িয়ায় হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে শুক্রবার (১৩আগস্ট) সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ফুলবাড়িয়া উপজেলা শাখা মানববন্ধন করেছে।
খুলনা জেলায় রূপসা উপজেলায় শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবার হামলা, মন্দির প্রতিমা, দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর লুট এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডল কে নৃশংস হত্যার প্রতিবাদ এবং সরকারী বাজেট ৩হাজার কোটি টাকা বরাদ্দের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা শাখার আহ্বায়ক অনিক চন্দ্র দাস, যুগ্ন সম্পাদক সৌমিক দে, সজিব চন্দ্র দাস দে, সিনিয়র যুগ্ন সদস্য সচিব অনিক চন্দ্র দে, সজিব, সিমান্ত সাহা প্রমুখ।