রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কে দাফন করা হয়েছে।গত রাতে বার্ধক্য ও ক্যান্সার জনিত কারনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার (১৩আগষ্ট) বেলা ১১টার দিকে মশাখালী ইউনিয়নের শিলা গ্রামের (ফকির বাড়িতে) বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা সেলিম আহম্মেদ, সলিমুল্লাহ মুস্তফা,স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।