শেরপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুর সদরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর বাড়ীর ৪৫০ ফুট রাস্তার সিসি পাকাকরণের উদ্বোধন করা হয়েছে। ১৩ আগস্ট শুক্রবার দুপুরে সদর উপজেলার বেতমারী ইউনিয়নের ১১শ ফুটের মধ্যে ৪৫০ ফুট ঔ রাস্তা সিসি পাকাকরণের উদ্বোধন করা হয়।
রাস্তা সিসি পাকাকরণের উদ্বোধন করেন, গরীবের ডাঃ নামে খ্যাত হুইপ কন্যা শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি। পরে বেতমারী ঘুঘুরাকান্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম রতন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদশাসহ ইউনিয়নের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।