শিরোনাম

South east bank ad

পদ্মা সেতুর কোনো জায়গায় আঘাত হলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর কোনো জায়গায় আঘাত হলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়। যদি এ ধরনের আঘাতে সেতুর তেমন কোনো ক্ষতি হওয়ার আশংকা নেই। তারপরও মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। এতে আমরা বিব্রতবোধ করছি। একের পর পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা প্রসঙ্গে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।

এর আগে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিআইডব্লিউটিসির জাহাজ বড়ালে চড়ে পদ্মা সেতুর এলাকা ও মাদারীপুরের মাঝিকান্দিঘাট ঘুরে দেখেন।

সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানিয়েছেন, পদ্মা সেতুর পিলারের সঙ্গে আঘাতের ঘটনা যেনো বারবার না ঘটে সে বিষয়ে করনীয় নিয়ে উচ্চ পর্যায়ে একটি সভা হবে আজ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন চৌধুরী, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: