শিরোনাম

South east bank ad

রেলওয়ের সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে শতাধিক পরিবার

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে সীমানা প্রাচীর ও নতুন ষ্টেশন বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করেছে রেলওয়ে কতৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়তে হবে ওই এলাকার শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ কে।

জনসাধারনের চলাচলের রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বুধবার (১১ আগস্ট) রেলমন্ত্রী এবং উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার মানুষের চলাচলের রাস্তার জায়গা না রেখে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে।

সুজন নামে এক স্কুল ছাত্র বলেন, আমি এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করি যদি রাস্তা টি বন্ধ হয়ে যায় আমার স্কুলে যাওয়া কষ্ট কর হয়ে যাবে। সাকিব হাসান নামে আরেক ভুক্তভোগী জানান রেলওয়ের এই রাস্তা আমরা জন্মের পর থেকে ব্যাবহার করে আসছি, যদি এই রাস্তা কতৃপক্ষ বন্ধ করে দেয় আমাদের উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে ভোগান্তি পোহাতে হবে।

এদিকে লিখিত আবেদন সুত্রে জানাযায়, অন্য কোন বিকল্প রাস্তা না থাকায় ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন যাবত নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনের জায়গা এবং রাস্তা ব্যবহার করছে। চলাচলের জন্য রেল ষ্টেশনের রাস্তাটিই তাদের ভরসা। যদি রাস্তা না রেখে রেলওয়ে ষ্টেশনের সীমানা প্রাচীর নির্মাণ করা হয় গ্রামের অসুস্থ, নারী শিশু ও উপজেলা সদরে আসা কষ্টকর হবে। এই বিষয়ে জানতে চাইলে নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার আবু সাঈদ জানান, এটি আমাদের কিছু করার নেই। উধ্বর্তন কতৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, উনাদের সমস্যা বিষয়ে উনারা একটি লিখিত আবেদন করেছেন। আমরা এটি রেল মন্ত্রণালয়ের পাঠিয়ে দিব। উধ্বর্তন কতৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: