বাগেরহাটে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের খাদ্য সামগ্রী বিতরণ
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন মধুমতি ১০০ মেঘাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও প্ল্যান্ট ম্যানেজার আফছানুল তানভীর, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান শুভ, মোঃ আরিক ইয়াসির রুশদী, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, কে, এম, মহিউদ্দিন আবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মোল্লাহাট উপজেলার ১০০০ পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়। বিদ্যমান মহামারীর সময় এবং সমগ্র জাতির জন্য এই শোকের মাসে কিছু দরিদ্র পরিবারে একটু হলেও যেন কষ্ট লাঘব হয় সেই প্রয়াসেই এই ত্রাণ কার্যক্রম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌঃ এ এম খোরশেদুল আলমের নির্দেশনা মত সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
প্রতি প্যাকেটে ১২ কেজি চাল, ২.৫ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ২ টি সাবান ও ৫ টি মাস্ক দেয়া হয়।