দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবেগিয়ে শিশুর মৃত্যু
এস.এম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ঐ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে পরিবারের লোকজন বাড়ির উঠানে না পেয়ে খোজাখুঁজির এক পর্যায়ে শিশুটির দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। এরপর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।