ফেনীর ট্র্যাংক রোডে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্র্যাংক রোড উপশাখা ফেনী শহরে বৃহস্পতিবার ১২ আগস্ট, ২০২১ তারিখে উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী চেম্বারের পরিচালক ফরিদউদ্দিন আহমেদ পাঠান, জেড ইউ মডেল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মর্তুজা টিপু। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুায়ালি সংযুক্ত হন ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মোঃ কামাল উদ্দিন ও মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, লিগ্যাল এন্ড রিকভারি বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ এবং ব্যাংকের বিভাগীয় প্রধানগণেরা। এছাড়া অনুষ্ঠানে উপশাখার তত্ত্বাবধায়ক শাখা ফেনীর ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম ও উপশাখার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।