মাধবপুরে চোরাই ৪টি গরুসহ আটক-১
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জরে মাধবপুর চোরাই ৪টি গরু সহ একজনকে আটক করা হয়েছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নে তিনগাঁও থেকে মিনি ট্রাক দিয়ে পাচারকালে ৪টি গরু ও বাছির মিয়া নামে এক চোর আটক করেছে পুলিশ। চুরির ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, (১১ আগষ্ট) বুধবার ভোররাতে উপজেলার তিনগাঁও এর মৃত শমসর আলীর পুত্র আবু হারিছের গোয়াল ঘরের দরজা কেটে ৩টি গাভী ও ১টি বাছুর চুরি করে। গরুগুলো একটি মিনি ট্রাক করে নিয়ে যাওয়ার সময় থানার এএসআই নাসির উদ্দিন মনতলা-মাধবপুর সড়কের শেওলিয়া ব্রীজের কাছে ট্রাকটি আটক করে।এ সময় গরু চোর আরিছপুর গ্রামের মৃত ছায়াব আলীর পুত্র বাছির মিয়া (৫৫)কে আটক করলেও চালক দৌড়ে পালিয়ে যায়।
মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- হাতেনাতে ধরা গরু চারের রিরুদ্ধে মামলা রুজু হয়ছে। পলাতক গরুচোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।