শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে বিলুপ্তি প্রজাতির সন্ধি কাছিম উদ্ধার পরে অবমুক্ত

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোণার দুর্গাপুরের বিলুপ্ত বিপন্ন প্রজাতির সন্ধি কাছিম উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার স্থানীয় এক চা বিক্রেতার কাছ থেকে প্রাণীটিকে উদ্ধার করেন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বড় একটি জলাশয়ে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানিতে জেলের জালে ধরা পড়ে কাছিমটি। জেলেরা বাজারে এটি বিক্রি করতে আনলে স্থানীয় চা বিক্রেতা শহীদ মিয়া প্রাণীটিকে কিনে নেন। পরবর্তীতে তাদের হাতবদল হয় আরেক ব্যক্তির হাতে পরে প্রাণীটি। তবে প্রাণীটির বেশ কিছু ছবি তুলে রাখায় রাতে শহিদ মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণীর ছবি প্রকাশ করে।

এর পরই স্থানীয় স্বেচ্ছাসেবীরা শহিদ মিয়ার সাথে যোগাযোগ করে সোমবার বিকেলে তারকাছ থেকে উদ্ধার হয় প্রাণীটি। পরে সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা ন্যায্য মূল্যের সন্ধি কাছিমটিকে কিনে অবমুক্ত করেন।

প্রাণী ও পরিবেশ কর্মীদের ধারণা করছেন পাহাড়ি কোন ঝর্ণাধারা থেকে তীব্র বৃষ্টি ও স্রোতের কারণে হয় তো ভেসে এসে সোমেশ্বরী নদীতে চলে আসলে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়ে কাছিমটি ।

সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, আমরা গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপন্ন প্রজাতির সন্ধি কাছিমের বিষয়টি জানতে পারি। রাতেই আমরা স্থানীয় চা বিক্রেতা শহীদ মিয়া সাথে যোগাযোগ করে প্রাণীটির উদ্ধারে সহযোগিতা চাই। আমি যোগাযোগ করার পর থেকেই তিনি ও আন্তরিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রাণীটিকে উদ্ধারে এগিয়ে আসেন। ১০আগস্ট দুপুরের দিকে সাথে নিয়েই আমরা প্রাণীটিকে উদ্ধার করতে সক্ষম হই। কাছিম টি এখন অনেক ছোট। আমরা উদ্ধারের পরপরই বিকেলের সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সংমা’কে সাথে নিয়ে প্রাণীটিকে পৌর শহরের বড় একটি জলাশয়ে অবমুক্ত করি।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব-উল-আহসান জানান, সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা বিপন্ন একটা সন্ধি কাছিম উদ্ধারের ব্যাপারে আমাদের অবগত করেন। এর পরপরই আমরা স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী কর্মীদের সাথে কথা বলে বড় একটি জলাশয় প্রাণীটিকে অবমুক্তির জন্য নির্দেশনা প্রদান করি। যদিও প্রাণীটিকে নদী থেকে আটক করেছে। বর্তমানে নদীতে তীব্র স্রোত ও অগভীর পানি থাকার কারণেই কাছিমটিকে ও বড় জলাশয় ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করি। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণীটিকে অবমুক্ত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: