দুই মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত-১, আহত-২
এস এম সামসুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাটে দুইটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন | মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় পরিতোষ মন্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩)নামে দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত মিঠুন বালা মোল্লাহাট উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, দুইটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা নামে একজন মটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং পরিতোষ মন্ডল ও আইয়ুব আলী মোল্লা নামে দুইজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।