মুকসুদপুরে বালু ব্যবসায়ীকে জরিমানা
মেহের মামুন, (গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়মনীতি উপেক্ষা করে জনগনের নিত্যব্যবহার্য বলনারায়ন উজানী খাল হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত মঙ্গলবার ( ১০ আগষ্ট) দুপুরে অভিযান চালিয়ে বালু উত্তোলনের যন্ত্রপাতি ধ্বংস করাসহ বালু উত্তোলনকারির ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মুকসুদপুরের ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার ভুমি শেখ আলাউল ইসলাম অভিযান চালিয়ে এ আদেশ দেন।
সহকারি কমিশনার ভুমি শেখ আলাউল ইসলাম জানান মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন টু উজানী খালের হরিনাহাটি পয়েন্ট থেকে বালু উত্তোলন করেছে। তাকে স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করলেও তিনি তা অমান্য করে ড্রেজার দিয়ে সরকারি খাল থেকে বালু উত্তোলন অব্যহত ছিলেন।
তিনি অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় বালু উত্তোলন কারি হরিনাহাটি গ্রামের উজির মিয়ার ছেলে মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা (অর্থদন্ড) করেন। এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ অপসারণ করা হয়। তিনি আরও জানান তাদের এই অভিযান অব্যহত থাকবে।