শিরোনাম

South east bank ad

১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট সাজু আটক

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

১৯ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট শাহাজাহান সাজু (৪০) কে আটক করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার রাধাকানাই টুক্কিরপাড় গ্রাম থেকে তাকে আটক করা বলে নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন।

থানার এস আই জ্যোতিষ চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজাহান সাজুর বসত বাড়ীতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে দুই গাঁজাব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলে সাজুকে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যমতে, বসত ঘরের পূর্ব পাশ্বে কাচারি ঘরের সিলিংএর উপরে থাকা একটি পুরাতন প্লাষ্টিকের বস্তাভর্তি মাদক উদ্ধার করা হয়। যার ওজন ১৯ কেজি ৭শ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ৩লাখ ১৫হাজার ২শ টাকা। সে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল বলেও জানান তিনি।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, গাঁজা জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক মাদক সম্রাট শাহজাহান সাজুকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: