মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ
শামীম আলম, (জামালপুর) :
পুলিশ জনগণের বন্ধু, তা বার বার প্রমান করছে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। একের পর এক নানামুখী কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করে সুনাম অর্জন করে চলেছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। তিনি পুলিশ হিসাবে নয়। নিজেকে উৎসর্গ করেছেন সাধারন মানুষ হিসাবে। তিনি কর্মদক্ষ প্রশাসক ও বিনয়ী হিসাবে জামালপুরে সাধারণ মানুষের কাছে সুনাম কুড়িয়েছেন। সাদা মাটা, নিরঅহংকার হওয়ায় মানুষ সহজেই তার কাছে যেতে পারে। এমনকি কোন সমস্যা নিয়ে গেলে ন্যায় সংগত সমাধান দেওয়ার চেষ্টা করেন। রাতে দিনে সব সময় মোবাইল খোলা রাখেন। যাতে করে যে কোন মানুষ তার কাছে যোগাযোগ করতে পারে।
তিনি ইতি মধ্যে জামালপুর জেলাকে জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার প্রচেষ্টায় অনেক হত্যা মামলার মোটিভ খুঁজে বের করতে সক্ষম হয়েছে পুলিশ। বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে তার কাছে সাধারণ মানুষ ন্যায় বিচার পেয়েছেন। কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে তার লক্ষ্য সবসময়। বিভিন্ন সময় অসহায় মেধাবীদের সাহায্য সহযোগিতাও করে থাকেন। এবং করে যাচ্ছেন সবসময়।
করোনা মহামারি থেকে জামালপুর বাসীর রক্ষার জন্য, ব্যক্তিগত উদ্যোগে মানুষের সাথে বৈষম্য না করে সুষম ভাবে খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, অবহেলিত মানুষের চিকিৎসা সেবা দেওয়া, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন করা প্রতিবন্ধীদের সহযোগিতা, আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এর আগেও জামালপুরে অনেক পুলিশ সুপার এসেছেন। কিন্তু পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সবার চেয়ে বেতিক্রম।