দুই হাজার দুস্থ নারীকে ‘নগদ’র মাধ্যমে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে দুই হাজার দুস্থ নারীকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে এই উপহার দেয়া হয়।
রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করে ‘নগদ’। এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩০ টাকা করে পেয়েছেন।
‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় জনবান্ধব সেবা দিয়ে আসছে। জনহিতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে ‘নগদ’। আমাদের এমন অনুসরণীয় কাজের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবার সুবিধা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে, যা প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।’
এর আগে ২০২০ সালে একইভাবে বঙ্গমাতার ৯০তম জন্মদিনে ‘নগদ’-এর মাধ্যমে দুস্থ নারীদের উপহার দেয়া হয়েছিল।
উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এছাড়া ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গমাতা ও জাতির জনকের ওপর আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।