শিরোনাম

South east bank ad

ত্রিশালে নববধুর লাশ উদ্ধার

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, ত্রিশাল

ময়মনসিংহের ত্রিশালে সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের বসতঘর থেকে হ্যাপি আক্তার (২৪) নামে এক নববধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই নারীর মৃত্যুর পরপরই তার স্বামীসহ পরিবারের সবাই গাঁ-ঢাকা দেওয়ার কারনে, মৃত্যুর কারন জানতে পারেনি পুলিশ। সোমবার রাতেই নিহতের বাবা আবদুল খালেক বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচমাস আগে নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চর লক্ষীদিয়া গ্রামের আবদুল খালেকের মেয়ে হ্যাপি আক্তারের বিয়ে হয় ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের ট্রাক চালক রাসেল মিয়ার সঙ্গে। এটি ছিল রাসেলের দ্বিতীয় বিয়ে। বিয়ের সময় হ্যাপির বাবা রাসেলকে এক লাখ টাকাও দিয়েছিল। তবু বাবা খালেকের কাছে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার খবর যেতো। মাস খানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপেরবাড়ি চলে গিয়েছিল হ্যাপি। গেল ঈদের এক সপ্তাহ পর হ্যাপি ফিরে আসে স্বামীর বাড়ি সাখুয়া ইউনিয়নের নগরচড়ায়। রোববার মধ্যরাতে স্থানীয়দের খবরে ত্রিশাল থানা পুলিশ অচেতন অবস্থায় বসতঘর থেকে হ্যাপিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ওই নববধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এদিকে ওই নারীর মৃত্যুর পরপরই তার স্বামী রাসেলসহ পরিবারের সবাই এলাকা থেকে গাঁ-ঢাকা দেয়। রাসেলসহ পরিবারের সদস্যরা গাঁ-ঢাকা দেওয়ার কারনে মৃত্যুর কোন কারন জানতে পারেনি পুলিশ। সোমবার রাতেই নিহতের বাবা আবদুল খালেক বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে ওই নববধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাসেলসহ পরিবারের সদস্যরা গাঁ-ঢাকা দিয়েছে। মৃত্যুর কোন কারন এখনো জানা যায়নি। নিহতের বাবা আবদুল খালেক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: