ভালুকা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিল আসপাডা
এইচ এম জোবায়ের হোসাইন
সোমবার (৯ আগস্ট) ভালুকায় বৃহত্তর ময়মনসিংহের বেসরকারী এনজিও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সুদেব চন্দ্র রায়, উপ-পরিচালক আলমগীর হোসেন সোহেল সহ অন্যন্যরা।