শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ২ ছিনতাইকারী গ্রেফতার

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ নগরীর অপরাধ দমনে দিন- রাত নিরলস ভাবে অনবরত কাজ করে চলছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি), ময়মনসিংহ। এরই ধারাবাহিকতা গত ইং ০৩/০৭/২০২১ তারিখ রাত অনুমানিক ১০.৩০ ঘটিকার সময় জনৈক মোহাম্মদ রইছ উদ্দিন অপু তার স্ত্রী তাহমিনার নিকট হইতে একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়। এই বিষয় মোহাম্মদ রইছ উদ্দিন অপু বাদী হয়ে অভিযোগ দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩২, তারিখ-০৮/০৮/২০২১ ইং, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তভার পুলিশ সুপার, ময়মনসিংহ ডিবিতে হস্তান্তর করেন।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তদন্তভার প্রাপ্ত হয়ে পুলিশ সুপার মোহাঃ আহম্মার উজ্জামান এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় ইং ০৮/০৮/২০২১ তারিখে ২৩.০৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের সন্ধ্যান পেয়ে কোতোয়ালী থানাধীন জয়বাংলা বাজার হইতে আসামী মোঃ নায়েব আলী (১৯), পিতা-আইয়ুব আলী, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-পূর্ব পাগুলী, থানা-তারাকান্দা, ও মারজুক হাসান (১৯), পিতা-সুরুজ আলী, মাতা-মোছাঃ রাশিদা খাতুন, সাং-চরখরিচা, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করে।

চক্রটি দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মোটর সাইকেল যোগে সিএনজি, অটো, ইত্যাদি গাড়ীর গতিরোধ করিয়া চাকু দিয়ে ভয়ভীতি দেখাইয়া ছিনতাই করে আসিতেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হইতে একটি স্বর্ণের চেইন ও ০১টি নোকিয়া মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানা যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: