করোনায় সাবেক পৌর কাউন্সিলরের মাতার মৃত্যু
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম চৌধুরীর মা আমেনা খাতুন (৬৫) মারা গেছেন। সোমবার দিনগত রাত সোয়া ১২ টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমেনা খাতুন করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। এদিন সকাল ১০টায় জানাযার নামাজ শেষে মরহুমার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম এ বৃদ্ধা নারীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জানান, এ নিয়ে গৌরীপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব জানান, বৃদ্ধা আমেনা খাতুন করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন। গত ৬ দিন ধরে ওই বৃদ্ধা নারীকে বাড়িতে গিয়ে তারা অক্সিজেন ও অন্যান্য সেবা দিয়ে আসছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তিনি।