বাবু পরিবারের পক্ষ থেকে আনোয়ারাবাসীর জন্য ফ্রি অক্সিজেন সার্ভিস চালু
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রয়াত রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের পক্ষ থেকে আনোয়ারাবাসীর জন্য ফ্রি অক্সিজেন সাপোর্ট সেবা চালু করা হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং UCBL চেয়ারম্যান (ইসি) আনিসুজ্জামান চৌধুরী রনি'র অর্থায়নে, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ এর সার্বিক তত্বাবধানে এই ফ্রি অক্সিজেন সাপোর্ট সেবা চালু করা হয়।
এই বিষয়ে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন,আমাদের আনোয়ারা তথা চট্টগ্রামের গর্ব মরহুম আখতারুজ্জামান চৌধুরীর বাবু'র সুযোগ্য পুত্র আনিসুজ্জামান চৌধুরী রনি'র নির্দেশে আনোয়ারার মানুষের জন্য এই ফ্রী অক্সিজেন এর ব্যবস্থা করা হয়েছে। করোনা পরিস্থিতির শুরু থেকে বাবু পরিবার সাধারণ মানুষের পাশে ছিলেন এবং এইভাবেই সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন৷ তিনি আরো বলেন কারো অক্সিজেন সাপোর্ট এর প্রয়োজন হলে নিম্নলিখিত ব্যাক্তিগনের সাথে যোগাযোগ করে এই সেবা গ্রহন করা যাবে।
আজিজুল হক নসু 01853118023
আব্দুর রহিম 01813561662
ইমরান খান 01858966262
মামুনুর রশিদ 01690150055
খোরশেদুল আলম হিরু 01829055055
আমজাদ হোসেন আসিফ 01828582368
ছৈয়দ নুর 01819080679
মানিক 01644637755