বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী, স্বপ্নজয়ের সারথি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলােচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. গনেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন , রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. শফিকুল হোসেন।