শিরোনাম

South east bank ad

শেরপুরে বঙ্গমাতার জন্মদিনে আ’লীগের দোয়া ও আলোচনা

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে ৮আগষ্ট রবিবার জি কে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে শেরপুর জেলা আ.লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনষ্ঠানে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, শহর আ.লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আ.লীগের সাধারন সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

সভাপতি বক্তব্যে হুইপ আতিক বলেন, বেগম ফজিলাতুন্নেছা ছিলেন একজন গুনী ও মহীয়সী নারী। তার মতো একজন মহীয়সী নারী জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছিলেন বলেই বঙ্গবন্ধু মানুষের সেবা করতে পেরেছেন এবং এ দেশকে স্বাধীন করতে পেরেছিলেন।

তিনি আরো বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক পিছুটান থাকলে কোনো মহৎ কাজ করা সম্ভব নয়। মূলত বঙ্গবন্ধু মহীরুহে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তাঁর সহধর্মিণীর অনুপ্রেরণায়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর অনুপ্রেরণাকারী ছিলেন বঙ্গমাতা।

বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরন করেছেন প্রানপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: