ধোবাউড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবাষির্কী পালিত
ফয়সাল আহমেদ, (ধোবাউড়া) :
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও স্মৃতীচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্নিমা কবিরাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক উজ্জলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় তাদের বক্তব্যে বলেন-বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুননেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবনযাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফজিলাতুননেছা মুজিবের কাছে ছুটে যেতেন।
এছাড়াও আলোচনা সভা ও স্মৃতীচারণ অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ২জন জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের পক্ষ থেকে বজ্রপাতে নিহত, পানিতে পড়ে নিহতসহ সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারদের নগদ অর্থসহ দুধনই বাজারে আগুনে দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ডেউটিন বিতরণ করা হয়।