পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোণার পূর্বধলায় দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস দিয়ে খাদিজা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শনিবার (৭আগস্ট) বিকালে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের হেলাল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গত ১বছর আগে বুধি মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল মিয়া পার্শ্ববতর্ী বেড়াইল গ্রামের জবান আলীর মেয়ে খাদিজাকে বিয়ে করেন। বিয়ের কিচ্থদিন পর থেকেই তাদের সংসারে শুরু হয় দাম্পত্য কলহ।
গত এক সপ্তাহ আগেও দাম্পত্য কলহের কারণে খাদিজা তার বাবার বাড়িতে আটক ছিলেন। পরে স্থানীয়রা গ্রাম্য সালীশের মাধ্যমে তাকে তার স্বামীর বাড়িতে পাঠালে আজ বিকাল ৩টার দিকে সে নিজ ঘরের আড়ায় গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।