জামালপুরে করোনার গণটিকা পরিদর্শনে জেলা প্রশাসক
শামীম আলম, (জামালপুর) :
দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও দিগপাইত ইউনিয়নের বর্ণমালা প্রি-ক্যাডেট বিদ্যালয়ে গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন ও পরিদর্শন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান , স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, দিগপাইত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণটিকাদান বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় ৬৭টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথের মাধ্যমে মোট ৪০ হাজার ২০০ জন এবং জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৪০০ জনকে করোনার টিকা দেওয়া হবে। সবমিলিয়ে আজ মোট ৪২ হাজার ৬০০ জন মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, টিকাদান কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু ছিল। প্রতিটি বুথে ২ জন স্বাস্থ্যকর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক কাজ করেছে।