পটুয়াখালীতে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীতে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। সকাল থেকেই করোনাভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিন নিতে পটুয়াখালী সদর হাসপাতাল, পৌরসভা, পলিটেকনিক কলেজ কেন্দ্রগুলোতে নারী-পুরুষদের ভিড় দেখা গেছে। জেলার ৭৬ টি ইউনিয়নের ৭৬ টি কেন্দ্রে একযোগে চলছে এ টিকা প্রদান কার্যক্রম। প্রতিটি কেন্দ্রে ৬শত জনকে একদিনে এ টিকা প্রদান করা হয়েছে। পটুয়াখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে গন টিকা প্রদান কার্যক্রম চলছে।