শিরোনাম

South east bank ad

করোনা টিকা প্রয়োগ কার্যক্রম পরিদর্শন করলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ। শনিবার (৭ আগস্ট) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্বাস্থ্য বিভাগের সহকর্মীবৃন্দ।

পরিদর্শন কালে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলমান থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন।

এদিকে পরে জেলা প্রশাসক লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা এবং অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ৩৩৩ তে কল করে খাদ্য সহায়তায় চাওয়ার জন্য অনুরোধ করেন এবং ৩৩৩ তে আগত কলের প্রেক্ষিতে সহায়তা প্রার্থীকে দ্রুত খাদ্য সহায়তায় পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: