পঞ্চগড়ে দীর্ঘ লাইনে গণটিকা গ্রহণ
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
সারাদেশের ন্যায় উত্তরের জেলা পঞ্চগড়েও দুইটি পৌরসভা এবং ৩৬ টি ইউনিয়ন পরিষদে এক যোগে শুরু হয়েছে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম। শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা শহরের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চিনিকল মাঠ এবং নুরুন আলা নুর কামিল মাদ্রাসাসহ ৪০ টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলার পাঁচ উপজেলায় মোট ৪০টি কেন্দ্রে ২১ হাজার ৬০০ জনকে গণহারে টিকা প্রদান করা হচ্ছে। এজন্য স্বাস্থ্যকর্মীসহ প্রতি কেন্দ্রে ৯ জন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা গ্রহনকারীরের টিকা গ্রহন করতে দেখা গেছে। সকালে জেলার বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে দেখা গেছে, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা টিকা কার্যক্রম তদারকি করছেন।
জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সিভিল সার্জন ডা. মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পঞ্চগড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিকসহ প্রশাসন ও জনপ্রতিনিধিদের পৃথকভাবে বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেছে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, জেলার ৪৩টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় কোভিড-১৯ এর গণটিকা প্রদান করা হবে। শুরুর দিনে ৩৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় কার্যক্রম পরিচালিত হয়। বাকি ৭ ইউনিয়নে রোববার ৪২শ টিকা প্রদান করার সম্ভাবনা আছে। প্রথম দিন জেলার ৩৬টি ইউনিয়নে মোট ২১ হাজার ৬০০ জনকে, পঞ্চগড় পৌরসভার ৬শ এবং বোদা পৌরসভায় ২শ সহ সর্বমোট ২২হাজার ৪শ জনের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে।